মুম্বইয়ে সবাইকে কাঁপিয়ে মুক্তি পেতে চলেছে ৪টে অসাধারণ ছবি

নিউজ ডেস্ক ::বছরের শেষে শীতকালীন ছুটি, বড়ো দিনের ছুটি। মানুষের মনে একটা ছুটির মেজাজ। আর সেই সময় মুক্তি পেতে চলেছে দারুন কয়েকটা ছবি। বছরের শেষে তাবড় অভিনেতা, অভিনেত্রীদের হিট সিনেমা দেখার মজাই যেন আলাদা। ক্রিসমাসের ছুটির আগেই আপনি বন্ধুদের সঙ্গে এই সিনেমাগুলি দেখতে পারেন। যে ছবিগুলো মুক্তি পেতে চলেছে –

পুষ্পা ২ দ্য রুল –
২০১৯ সালে বক্সঅফিসে ঝড় তুলেছিল পুষ্পা। সেই সিনেমার সিক্যুয়েল ধরেই এবার মুক্তি পেতে চলেছে পুষ্পা ২। এই বছর বক্স অফিসে যে ঝড় তুলবে, তা নিয়ে আশাবাদী সকলে। এই সিনেমাতেও কিন্তু অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। ডিসেম্বর মাসের ৫ তারিখ মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। 

  • বনবাস –
    বলিউডের আসন্ন সিনেমা বনবাস। যা দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। ডিসেম্বর মাসের ২০ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করতে আসছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, নানা পাটেকর, রাজপাল যাদব-সহ অনেকে। 
  • মুফাসা:
    বলিউড অভিনেতা শাহরুখ খান মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে ‘মুফাসা’- এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তা আমরা সকলেই জানি। কারণ সিনেমা ট্রেলার বেরোতেই তার আভাস পাওয়া গেছে। ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’-য়ের সিক্যুয়েল এটি। ডিসেম্বর মাসে ২০ তারিখ মুক্তি পাবে ছবিটি। সিনেমাটি হিন্দি সংস্করণে কিংখানের বড় ছেলে আরিয়ান খান ভয়েস দিয়েছেন ‘সিম্বা’-এর।
  • বেবি জন –
    ডিসেম্বর মাসে অনুগামীদের জন্য অপেক্ষা করছে বড় ধামাকা। মুক্তি পেতে চলেছে বেবি জন। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি। এই সিনেমায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি- সহ সকলে। এটি তামিল সিনেমা থেরির রিমেক। ছবিটি ডিসেম্বর মাসের ২৫ তারিখ, মানে বড়দিনের দিন মুক্তি পেতে চলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *