আজ আবার উত্তাল হতে চলেছে সংসদ

নিউজ ডেস্ক ::আজ, মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। স্বাভাবিক কারণেই বোঝা যাচ্ছে যে আজ আবার উত্তাল হবে সংসদ। মঙ্গলবার সকালে বৈঠক ডেকেছে কংগ্রেস। সকাল সাড়ে ১০টায় জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেসের সংসদীয় দল। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর, বিল পেশ করবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সব সাংসদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। গত কয়েকদিন ধরেই এই বিল নিয়ে বিতর্ক চলছে। দফায় দফায় বৈঠকে বসছে সরকার-বিরোধী সব পক্ষই।

সূত্রের খবর, আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে ‘এক দেশ, এক নির্বাচন বিল’। জানা যাচ্ছে, প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি (JPC)। দ্বিতীয়ত, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকারদের সঙ্গে কথা বলবে ওই কমিটি। তৃতীয়ত, দেশের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, বিশেষত সংবিধান বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং আইনজীবীদের মতামতও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *