আবার বাংলাদেশ ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীর নিভৃতে আলোচনা

নিউজ ডেস্ক ::এমনিতেই বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত তথা হিন্দু বিরোধিতা নিয়ে চরম উত্তেজনাময় পরিস্থিতি। আর তার মধ্যেই পাকিস্তান বাংলাদেশ সেরে নিলেন নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা। বৃহস্পতিবার ডি-৮ সম্মেলনের ফাঁকে তাঁরা মিলিত হন বলে জানা গিয়েছে। বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে ছবিটা। সেখানে জানানো হয়েছে, বৈঠকে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে সম্মত হয়েছেন দুজনই। যা জানা যাচ্ছে খুব খোলা মনে আলোচনা সেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সূত্রের খবর, ব্যবসাবাণিজ্য থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের হাত আরও শক্ত করার কথা বলেছেন তাঁরা। পাশাপাশি চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অগ্রসর হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সম্প্রতি পড়শি দেশের কট্টরপন্থী নেতাদের দেখা গিয়েছে বারবার এমনই নানা সব কথা বলে সরব হতে। আবার, যাদের সহায়তায় স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সেই ভারতীয় সেনার নাম বাদ দিয়েই বিজয় দিবসের ভাষণ দিয়েছেন মহম্মদ ইউনুস। এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ঢাকার সঙ্গে। জানা গিয়েছে, পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়তে চলেছে পণ্যবাহী জাহাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *