নিউজ ডেস্ক ::ভারতীয় সনাতন ধর্মের পুজো পার্বনের সঙ্গে গাছের সম্পর্ক দীর্ঘ দিনের। হিন্দুদের প্রায় অধিকাংশ পুজোতেই দূর্বা, বেল, আম ইত্যাদি গাছের পাতা আগে। কিন্তু ভারতীয় ধর্মশাস্ত্র বলছে বিশেষ কিছু গাছে বাস করেন দেবতারা। তাই সেইসব গাছের পুজো নিয়মিত করা উচিত। যেমন –
- তুলসী –
হিন্দু ধর্মে তুলসীকে শুভ গাছ মনে করা হয়। তুলসী পুজো করলে জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। পাশাপাশি জীবনে শক্তির সঞ্চার হয়। বিষ্ণুর প্রিয় তুলসীকে লক্ষ্মীর রূপ মনে করা হয়। তাই বাড়িতে তুলসী গাছ রাখা শুভ। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে, তাঁর সেবা ও পুজো করা হয় সেখানে লক্ষ্মীর বাস হয়।
- নিম –
বজরংবলীর আশীর্বাদ লাভের জন্য নিমের পুজো করা উচিত। বাড়ি বা অফিসে নিম গাছ লাগালে ইতিবাচক শক্তির বাস হয়। পাশাপাশি নেতিবাচক শক্তি দূরে পালায়। এই গাছের পুজো করলে কোষ্ঠীর সমস্ত দোষ দূর হয় ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
- বট –
বটকে দীর্ঘায়ু প্রদানকারী পবিত্র বৃক্ষ মনে করা হয়। এই গাছের পুজো করলে মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভ করেন, পাশাপাশি সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয়। শনির দশা থেকে মুক্তি দেয় বট গাছ। চাকরি ও ব্যবসায় লাভের জন্য বট গাছের পুজো করা উচিত।
- বেল –
এই গাছের পাত ও ফল শিবকে সমর্পিত। বেল গাছের পুজো করলে চাকরিতে প্রমোশন লাভ করা যায়। পাশাপাশি অকালমৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারে জাতক। আবার যে ভক্ত শিবকে বেলপাতা নিবেদন করে, তাঁদের সমস্ত দুঃখ দূর হয় এবং ভোলানাথ তাঁর সমস্ত মনস্কামনা পূরণ করেন।
- কলা –
শাস্ত্র মতে যে জাতকের কোষ্ঠীতে বৃহস্পতি সংক্রান্ত দোষ রয়েছে, তাঁরা কলা গাছের পুজো করলে তৎক্ষণাৎ লাভ অর্জন করতে পারেন। এই গাছের পুজো করলে শীঘ্র বিবাহের যোগ তৈরি হতে পারে।