নিউজ ডেস্ক ::হ্যাঁ, অবশ্যই রসায়ন। অপর্ণা ও অঞ্জন কে নিয়ে পরমব্রতর নতুন ছবি -‘এই রাত তোমার আমার।’ উৎসুক হয়ে দর্শক অপেক্ষা করছে ৩১ জানুয়ারির জন্য। পরমব্রতর তৈরি অনস্ক্রিন জুটি হিসাবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের রসায়ন দর্শকের মন জয় করবে। ‘এই রাত তোমার আমার’ এক বয়স্ক দম্পতির এক রাতের গল্প তুলে ধরেছে। অপর্ণা বলেন, “আমার এই ছবিতে আসার একমাত্র কারণ হল অঞ্জন। ওঁর সঙ্গে অভিনয় করাটা আনন্দের। সম্ভবত পরম পরিচালিত এই রাত তোমার আমার-এ আমাদের অন্তরঙ্গ আদান-প্রদানে জায়গা করে দিয়েছে।”একটা নতুন থিম নিয়ে এসেছে পরম যা সকলের মনকে জয় করবে।
অঞ্জন দত্ত যথেষ্ট খুশি পরমের এই ছবি করতে পেরে। অঞ্জন দত্তের কথায়, “এটি একটি কাকতালীয় ঘটনা যে পরিচালক পরম সফলভাবে রিনাদি এবং আমাকে ওঁর ছবিতে সহ-অভিনেতা হিসাবে একত্রিত করেছেন।” আর পরমব্রত তো যেন এক নতুন আবিষ্কার করেছে। একদম নতুন ঘরানায় তুলে এনেছে নতুন মনোজগৎকে। পরম বলেন, “এই ছবির ভাবনা আমার মনের খুব কাছের। অল্প বয়সে আমার বাবা-মাকে হারানো, বয়স্কদের সঙ্গে জড়িত বিষয়গুলি এবং কয়েক দশক ধরে টিকে থাকা সম্পর্কের রসায়ন আমাকে সর্ব সময় আগ্রহী করে তোলে। সেটাই ‘এই রাত তোমর আমার’-এ যথাযথভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছি।” এখন দেখার দর্শক মনে কতটা ধাক্কা দেয় এই ছবি।