এ বছর নির্ভেজাল গল্প নিয়ে গড়া ৫টা ছবি কিন্তু মানুষের মন জয় করেছে

নিউজ ডেস্ক ::পুষ্পা-২ এর মতো আকাশ ছোঁয়া বাজেট নয়। নেই বিপুল মারপিটের সমারোহ। নেই ভিলেন বনাম নায়কের দৃশ্য। তবুও সারা বছর ধরে শান্ত নদীর মতো প্রবাহিত হয়ে মন জয় করেছে ৫টা ছবি। শুধু নির্ভেজাল গল্প তিরতির করে বয়ে চলেছে নদীর মতো। সেসব ছবি হিটও হয়েছে। জায়গা করে নিয়ে দর্শকের মনের গভীরে। ওটিটি-তে সেই সব সিনেমা বাড়িতে বসেই দেখা যায়। এখানে সেরকমই ৫ ছবির হদিশ দেওয়া হল।

* এই তালিকার প্রথম ছবিটি হল ‘৯৬’। বাল্য প্রেমের গল্প। খুব যত্ন নিয়ে পুরনো স্কুল, হারানো সহপাঠী, ফেলে আসা ভালবাসার গল্প বুনেছেন পরিচালক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং তৃষ্ণা কৃষ্ণণ। বক্স অফিসেও ব্লকব্লাস্টার হয়েছিল ‘৯৬’।
  • হাই নান্না: ২০২৩ সালে মুক্তি পায় ‘হাই নান্না’। বছরভর এই ছবিটি নিয়েই আলোচনা চলে সিনেপ্রেমীদের মধ্যে। এটাও নিখাদ প্রেমের গল্প। তাতে অন্য মাত্রা যোগ করে এক খুদে। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নানি এবং ম্রুণাল ঠাকুর।�
  • Meiyazhagan: ২২ বছর পর নিজের জন্মভিটেয় ফিরছে এক ব্যক্তি। সেই শহর, সেখানকার মানুষ, প্রকৃতি সবই তার চেনা, কিন্তু আবার কত অচেনাও। ২০২৪-এই মুক্তি পেয়েছে ‘Meiyazhagan’। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় কেরছেন অরবিন্দ স্বামী এবং কার্তি। ছবির গল্প হৃদয় ছুঁয়ে গিয়েছে সব বয়সের দর্শকদের।�
  • 12th Fail: গত কয়েক বছরে কোনও সিনেমাকে নিয়ে এত চর্চা হয়নি যতটা ‘12th Fail’-কে নিয়ে হয়েছে। দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ। এক তরুণের আইপিএস হয়ে ওঠার গল্প বলেছে এই ছবি। কাহিনী বাস্তব জীবন থেকে নেওয়া। আইপিএস মনোজ কুমার শর্মার সংগ্রাম এবং সাফল্যই গল্পের মূল বিষয়বস্তু।
  • লাপাতা লেডিজ: দুই নববিবাহিত কনে অদলবদল হয়ে গিয়েছে। শুরু হয়েছে খোঁজ। এই নিয়েই ‘লাপাতা লেডিজ’। আমির খানের প্রোডাকশনে ছবির পরিচালক কিরণ রাও। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রাঁটা, স্পর্শ শ্রীবাস্তব এবং নিতাংশী গোয়েলের মতো তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *