নিউজ ডেস্ক ::এমনই এক বিস্ফোরক খবর সামনে এসেছে। ৫-১০ হাজার টাকা দালালের হাতে দিলেই এপারে চলে আসা যায়। তারপরে আরও কিছু খরচ করে আধার থেকে ভোটার কার্ড হয়ে যাচ্ছে। গত এক বছরে প্রায় ১৯০ জন অনুপ্রবেশকারী ও দালালকে গ্রেফতার করেছে রানাঘাট জেলা পুলিশ। সংখ্যাটা যে আরও বেশি, তেমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। গত দেড় মাসেই গ্রেফতার হয়েছেন ৫২ জন। গত পাঁচ বছরে লক্ষাধিক বাংলাদেশি নদিয়া সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করেছে বলে অসমর্থিত সূত্রে জানা যায়। এদের মধ্যে রয়েছেন মুসলিম, হিন্দু, পুরুষ, মহিলা বৃদ্ধ ও শিশুরাও। কিন্তু ধরা পড়ছে না সেই সংখ্যাটা হয়তো অনেক বেশি।
আরও আশ্চর্যের খবর হলো, টাকার দিলে বাবা-মাও তৈরি করে ফেলা যায়। আত্মীয় তৈরি করে নেওয়া যায়। এরপর সুযোগ বুঝে টাকা দিলেই সহজেই পেয়ে যাওয়া যায় ভারতীয় পরিচয় পত্র। কেউ কেউ আবার সুবিধার্থে নিজের নাম, পদবী, ধর্ম পর্যন্ত বদল করে ফেলেন। এখানেই শেষ নয়। জমি জায়গা কিনে ব্যবসা পেতে ফেলা, চাকরি করার ঘটনাও নতুন নয়। আর রাজনৈতিক দল গুলোর পেয়ে যাচ্ছে নতুন ভোটার। এই জেলায় একাধিক পরিবারের রয়েছে দুই দেশের নাগরিকত্ব। ওই পারে জমি রয়েছে, আবার এখানেও তারা এসে জমি জায়গা কিনছে, বসবাস করছে। এমনকী পরবর্তীকালে তারা পাসপোর্ট বানিয়ে চলে যাচ্ছে বিদেশে। একটি বিশেষ সূত্রে জানা যাচ্ছে, গত ৫ বছরে এক লক্ষের বেশি মানুষ নদীয়া দিয়ে ভারতে প্রবেশ করেছে। সত্য সেলুকাস! বড়ো বিচিত্র এই দেশ!