নিউজ ডেস্ক ::নিজস্ব সংবাদদাতা :- গত ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালটিকুড়ি কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচন আর সেই নির্বাচনে দেখা গেল অন্যরকম ছবি। রাজনীতিতে নবাগত বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির রাজনৈতিক চালে কুপোকাত জেলা তৃণমূল কংগ্রেস। ২৯ – ১৩ আসনে দুঃজনক হার হয় জেলা তৃণমূল সমর্থক প্রার্থীদের। এই নিয়ে দু-তরফই মুখে কুলুপএটেছে । হাওড়া সদরের দুই মন্ত্রীর কোন প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়। তবে বিধায়ক ঘনিষ্টদের থেকে পাওয়া প্রতিক্রিয়া অনুযায়ী এই ভোট হয়েছে রাজ্যে ঘটে চলা সমবায় ভোটগুলি থেকে অন্য আঙ্গিকে এখানে মূলত লড়াই হয়েছে বিধায়ক মনোনীত কংগ্রেস-বিজেপি-সিপিএম জোটের সাথে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের। বিধায়কের জোট চালেই প্রতিপক্ষ হয় কুপোকাত তারি ফল স্বরূপ ২৯ আসন আসে জোটের দখলে আর বাকি ১৩তেই ক্ষান্ত থাকতে হয় পুরাতন বোর্ড-র সদস্য দের। এই ভোটের সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এমন দুজন মানুষকে সামনে রেখে জোট তৈরি করা হয়েছে সেই দুজন মানুষ জীবিত অবস্থায় ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী আর মারা যাওয়ার পরে তাদের ছবি লাগিয়ে পুনরায় কো-অপারেটিভ পরিচালনার স্বপ্ন সত্যি হলো স্বর্গীয় কংগ্রেস নেতা ভবানীপ্রসাদ ভট্টাচার্য ও মলয় ঘোষ চৌধুরীর অনুগামীদের। তবে যে বোর্ড কো-অপারেটিভ পরিচালনা কোরছিলো তা গত বারে নির্ধারণ করেছিল বিধায়ক জোটু লাহিড়ী,তৎকালীন মন্ত্রী রাজীব ব্যানার্জী ও অরূপ রায়ের যৌথ সমন্বয় যার জন্য সেইবারে কোনো ভোট হয়নি একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেস কোঅপারেটিভ বোর্ড গঠন করে। পরবর্তীকালে রাজিব ব্যানার্জীর দলবদল করা এবং জুটু লাহিড়ী মারা যাওয়ায় সেই বোর্ডের সম্পূর্ণ রাস ছিলো মন্ত্রী অরূপ রায় এর হাতে । কিন্তু বর্তমান বিধায়ক মনোজ তিওয়ারি কোনরকম সমঝোতায় না যাওয়ায় এই বছর সেই সিলেকশন গড়ায় ইলেকশানে, তাতেই হাতছাড়া হয় তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা । জোটের জয়ী প্রার্থী কংগ্রেস নেতা গঙ্গাধর মুখার্জি বলেন এই জয় দাসনগর অঞ্চল জাতীয় কংগ্রেসকে উৎজীবিত করবে। বিজেপির ৬ জন জোট প্রার্থী জয়লাভ করলেও জেলা বিজেপির তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি । সিপিএম এর লোকাল কমিটি থেকে জানানো হয় সমবায়ের বিষয় পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হয়ে এই ভোট হয়েছে এর সঙ্গে রাজ্য রাজনীতির কোন সম্পর্ক নেই।তবে সার্বিক দিক বিবেচনা করে এখানেও স্পষ্ট নব্য তৃণমূল ও পুরানো তৃণমূলের অন্তর দ্বন্দ্ব।তার ফলেই হাতছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা। খুব শীঘ্রই
জোট পরিচালিত বালিটিকুরি কো-অপারেটিভ পরিচালন সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য কর্ম সমিতি নাম ঘোষণা করা হবে ।