নিউজ ডেস্ক ::আগামীকাল বড়দিন! কিন্তু দক্ষিণ বঙ্গে সেই অর্থে ঠান্ডা নেই। সাম্প্রতিককালে এমন ঘটনা ঘটে নি। এই অবস্থাতেই আবহাওয়া অফিস মঙ্গলবারের আপডেট প্রকাশ করে।
আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে,একটা নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গে। সেই কারণেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। দিন দুয়েক আগেই অকাল বর্ষণ হয়েছে বাংলায়। রবিবার থেকে অবশ্য আবহাওয়ার বদল ঘটেছে। মেঘের চাদর সরিয়ে উঁকি দিয়েছে সূর্য, দেখা মিলেছে রোদ ঝলমলে আকাশের। গতকালও আবহাওয়ার মোটের ওপর একই ছিল। তবে বড়দিনের আগে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, একটি ঝঞ্ঝা বিদায় নিলেও, আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের আমেজ বাধাপ্রাপ্ত হচ্ছে (South Bengal Weather)। যে কারণে বড়দিন এবং বর্ষশেষে বাঙালির হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব করার সম্ভাবনা অনেকটা কমে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। এর পাশাপাশি জানা যাচ্ছে, বড়দিনের প্রাক্কালেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূলের জেলাগুলিতে বর্ষণ হতে পারে। ওড়িশা সংলগ্ন ও উপকূলের ৩টি জেলায় অল্পবিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) একটি জেলাতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বড়দিনের দিন দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরের বাকি সব জেলা শুষ্কই থাকবে। তবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট দেখা যাবে বলে খবর।