আর জি কর কান্ড – ধর্ষণ ও খুন কোথায় হয়েছিল?

নিউজ ডেস্ক ::সোমবার কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট সামনে এসেছে। তাতে তারা জানাচ্ছে, যেখানে তিলোত্তমাকে পাওয়া গেছে সেখানে তাকে ধর্ষণ ও খুন হয়তো করা হয় নি। তাদের রিপোর্টে বলা হয়েছে,আরজি করের জরুরি বিভাগের থার্ড ফ্লোরে সেমিনার রুমে মিলেছিল তরুণী চিকিৎসকের দেহ। ফরেনসিক রিপোর্টে দাবি, সেখানে নির্যাতিতার কোনও প্রতিরোধের চিহ্নই মেলেনি। এমনকি যে কাঠের পাটাতনের উপর তাঁর দেহ শোয়ানো ছিল, সেখানেও কোনও ধস্তাধস্তির চিহ্ন নেই। ১২ পাতার ওই ফরেনসিক রিপোর্ট অকুস্থল নিয়েই বড় প্রশ্ন তুলে দিল। রিপোর্টের দাবি অনুযায়ী, সেমিনার হল আসল অপরাধস্থল নয়। তবে কি অন্য কোথাও ধর্ষণ ও খুনের পর দেহ এনে রাখা হয়েছিল সেমিনার রুমে? সেই প্রশ্নই ফের উসকে দিল কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট।

৯ অগাস্ট সেমিনার রুমে দেহ উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণীর। তদন্তে নেমে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। ১৪ অগাস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার ৫ দিন পরে গিয়েও একাধিক নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। তার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন, কেন CBI আগে এই রিপোর্ট পেশ করে নি বা কেন তা CBI এর নজর এড়িয়ে গেলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *