নিউজ ডেস্ক ::সত্যি এবার ভাবার সময় এসেছে বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে। ‘দুর্নীতি’ তো এখন অতীত। এই মুহূর্তে বর্তমান হলো – বাংলায় ইসলামিক জঙ্গি। রাজ্যে একের পর এক চরমপন্থী ইসলামিক জঙ্গি গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জঙ্গিদের সরকার বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে তমলুকে বিজেপির দলীয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। তারপরেই বোমা ফাটান একের পর এক। তিনি বলেন –
১) পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকার চলছে। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ খানরা। আর এর মুখোশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
২) নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের সরকারকে আর কী বলার আছে? এতেই তো সব প্রমাণ হয়ে গিয়েছে।
৩) বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টে নাম উঠছে, ভোট দিচ্ছে। পশ্চিমবাংলার সচেতন জনগণকে বলব, এই বাংলায় এই জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে। নিজেদের পরিবারের ও বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে। নইলে আগামীদিনে কোনও নারী ও শিশু সুরক্ষিত নয়।
৪) রাজ্যবাসীদের শুভেন্দুবাবুর সাবধানবাণী, ‘কেউ যদি ভাবেন জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কী? তাহলে ভুল করবেন। বাড়ির দুয়ারে এসে গেছে। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছি, এবার দুয়ারে জঙ্গি।