কোন্নগরের সৌম্যদীপের শিল্পকর্মে মুগ্ধ সকলে

নিউজ ডেস্ক ::শিল্প সৃষ্টি মানুষের মনে এনে দেয় অনির্বচনীয় আনন্দ। আবার সেই শিল্পই মানুষকে নিয়ে আসে সবার সামনে। যেমন এক অভিনব শিল্প সৃষ্টি করে কোন্নগরের সৌম্যদীপ নাম তুলে ফেললো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সৃষ্টির মধ্যে দিয়ে দারুণ চমকে দিলেন। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে মাস্টার্স করেছেন। এখন নেটের প্রস্তুতি চলছে তাঁর। বিশ্ববিদ্যালয়ে গিয়ে একদিন বন্ধুদের সঙ্গে মানিকতলা চত্বরে একটি ক্যাফেতে খেতে গিয়েছিলেন সৌম্যদীপ। পাস্তা তাঁর বড় প্রিয়। তাই পাস্তা অর্ডার করেন। সেইসঙ্গে কিছু বিস্কুট, স্ন্যাকস। তাতে ছাপানো এমব্লেম নিয়ে কথা বলতে বলতে তাঁর মাথায় আসে, পাস্তার উপরও যদি এমন এমব্লেম করা যায় কেমন হয়! যেমন ভাবনা তেমন কাজ। বন্ধুদের সামনেই তখন কিছু না করলেও বাড়িতে এসে করে ফেললো এক নতুন রেকর্ড।

প্রথমে সফল হননি। কিন্তু হাল ছাড়েননি। কয়েকবারের চেষ্টায় অবশেষে পাস্তার উপর পেন দিয়ে লিখে ফেলেন তিনি! তারপর বাকিটা…ইতিহাস। ৭ মিনিট ৫৪ সেকেন্ডে দশটি পাস্তার উপর লাল-সবুজ কালির বলপেন দিয়ে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল লিখে ফেলেন রসায়নের এই ছাত্র। অক্টোবর মাসে সেই লেখা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন। নভেম্বরে জানতে পারেন, মনোনীত হয়েছে তাঁর অপূর্ব শিল্পকর্ম। ছেলের কীর্তির এসব কথা জানতেনই না বাবা। পুরস্কার বাড়িতে আসার আগে জানতে পারেন। সৌম্যদীপ বলেন, ”আমি নিজে খেতে খুব ভালোবাসি। পাস্তা আমার প্রিয় খাবার আর রসায়ন আমার প্রিয় বিষয়। তাই খাবার আর রয়াসনকে মিলিয়ে এই ধরনের একটা পরীক্ষানিরীক্ষা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠায় খুব ভালো লাগছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *