পানামা খাল ব্যবহার নিয়ে চিনের উপর প্রবল ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক ::বিশ্ব বাণিজ্যর ক্ষেত্রে শুয়েজ খাল ও পানামা খালের বিশাল ভূমিকা। প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল। এবার সেই খাল দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে চিনের দাদা গিরির অভিযোগ আনলেন ট্রাম্প। ট্রাম্প জানান, এই খাল ব্যবহারকারী মার্কিন জাহাজগুলি থেকে অন্যায়ভাবে বাড়তি কর আদায় করা হচ্ছে। প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা এই খাল পরিচালনায় চিনের খবরদারি বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, যদি পানামা প্রশাসন সঠিকভাবে এই খাল পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে আমেরিকা সেটি ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে। ৮০ কিমি দীর্ঘ এই খাল নির্মাণের ফলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল আর ঘুরতে হয় না জাহাজগুলিকে। ফলে সময়ের পাশাপাশি জ্বালানিও বাঁচে। ১৯১৪ সালে আমেরিকা এই খাল নির্মাণের পর দীর্ঘ বছর পানামা ও আমেরিকা যৌথভাবে খালটি পরিচালনা করে পরে ১৯৯৯ সালে খালটি পুরোপুরি পানামা সরকারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু পানামা সরকার এই খাল নিয়ন্ত্রনে ব্যর্থ বলেই অভিযোগ ট্রাম্পের।

পানামা সরকারকে অন্ধকারে রেখে এই খালের উপর আধিপত্য বিস্তার করেছে চিন বলেই অভিযোগ আনেন ট্রাম্প।বর্তমানে বিশ্বের ৫ শতাংশ পণ্যে পরিবহণ করা হয় এই খাল পথে। তবে অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিশ্ব বাণিজ্যের লক্ষ্যে চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর (বিআরআই) মাধ্যমে এই খাল পরিচালনায় প্রভাব বাড়াতে শুরু করেছে চিন। ট্রাম্প বলেন, “আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যের প্রতি অত্যন্ত অন্যায় এবং অবিবেচক আচরণ করা হচ্ছে। পানামা যে ফি নিচ্ছে, তা হাস্যকর। আমাদের দেশকে নিয়ে এ ভাবে ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।” পানামা সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প বলেন, “এই খাল পরিচালনার অধিকার শুধুমাত্র পানামা সরকারের। চিন বা অন্য কার নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *