নিউজ ডেস্ক ::হচ্ছেটা কি বাংলায়? আর জি করের তিলোত্তমা কাণ্ডের পরে সারা বাংলা ক্ষোভে ফেটে পড়েছিল। কিন্তু তারপরে নারী নির্যাতন বেড়েই চলেছে। এবার মালদহের আমবাগান অঞ্চলের ঘটনা। মহিলার পরিচয় জানা যায়নি। দেহের একাংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। পা দুটো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি দেখে এলাকার মানুষের অনুমান, মহিলাকে ধর্ষণ বা গণধর্ষণ করে খুন করা হয়েছে। দেহের পাশে মিলেছে সোনার কানের দুল, জুতো। সেগুলি সংগ্রহ করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, ওই মহিলা, এলাকার বাসিন্দা নন, তাঁকে বাইরে থেকে নিয়ে এসে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই আম বাগানে শীতকালে অনেকেই পিকনিক করতে যান।
সকালে স্থানীয় মানুষদের চোখে পরে ওই মহিলার দেহ। খবর ছড়িয়ে পড়তেই ওখানে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে। মহিলার এলোমেলো পোশাক দেখা যাচ্ছে, সেই পোশাকে লেগে রয়েছে রক্ত। ধস্তাধস্তির চিহ্নও স্পষ্ট। শুকনো খড় ছড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। মালদহের চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার ঘটনা। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।