হিডকোর চেয়ারম্যান পদ হারাতে চলেছেন ফিরহাদ

নিউজ ডেস্ক ::ফিরহাদ হাকিম কি এই মুহূর্তে কিছুরা নেক নজরে তৃণমূল নেতৃত্বের। ইতিমধ্যে খবরে প্রকাশ একাধিক কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ মেয়েরের উপর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ক্ষমতা কিছুটা কাটছাঁট করতে চাইছেন।
এবার হিডকোর চেয়ারম্যান পদ হারাতে চলেছেন তিনি। জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন মন্ত্রক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দফতরের অধীনে আসতে চলেছে হিডকো। যার ফলে হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদের অপসারণ এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলের ধারণা হিডকোর চেয়ারম্যান হিসাবে ফিরহাদের বিরুদ্ধে বিস্তত অভিযোগ বিজেপির।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হিডকোকে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে এনেছিলেন। এবার তিনি নিজেই তা সরিয়ে নিচ্ছেন। পদাধিকার বলে লাগাতার ১৪ বছর হিডকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই হিডকোকে প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দফতরের অধীনে আনতে প্রস্তাব পাশ হয়েছে। এই দফতর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। ফলে হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদের অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, সেই পদে বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ সম্প্রতি এমন কিছু মন্তব্য করেছেন, যার মধ্যে আছে সম্প্রদায়িক গন্ধ, যা মুখ্যমন্ত্রীর ‘না পসন্দ’। কখনও তিনি বলেছেন, ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দুর্ভগ্যের শিকার। সম্প্রতি ‘ফিরহাদ – 30’ নামে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার স্বপ্ন পশ্চিমবঙ্গের ৫০ শতাংশ লোক একদিন উর্দুতে কথা বলবেন। আল্লাহ তালার দেখানো পথে চললে আমরা সফল হবই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *