নিউজ ডেস্ক ::বৃহস্পতিবার রাতে বিরাট মহিরুহের পতন ঘটেছে ভারতের। ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একটি বেসরকারি চ্যানেলে ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ওনার আত্মার শান্তি কামনা করি। ৯২ বছর বয়স হয়েছিল। উনি একটা ভালো জীবন অতিবাহিত করেছেন। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ১০ বছর। এটা বিরাট সম্মানের।’
এর পরেই সৌরভ স্মৃতি চারণ করে বলেন, ‘আমার সঙ্গে সামনাসামনি কোনওদিন তাঁর দেখা হয়নি। কয়েকটা অনুষ্ঠানে দেখা হয়েছে। সেভাবে কখনও কথা হয়নি। আমরা যখন ২০০৪ সালে পাকিস্তানে গিয়েছিলাম, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী।’ তবে নাগপুরে শেষ টেস্ট যখন খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই সময় মনমোহন সিং তাঁকে কেরিয়ারের জন্য বার্তা পাঠিয়েছিলেন।