টিকিট না থাকায় ট্রেনের নিচে দু’চাকার মাঝে ২৫০ কিমি পথ গেলেন এক যুবক

নিউজ ডেস্ক ::বিনা টিকিটে যাতায়াত দন্ডনীয় অপরাধ – ট্রেনের এই বিজ্ঞাপ্তি আমরা মাঝে মাঝেই দেখি, কখনো মাইকে ঘোষণা করতেও শুনি। কিন্তু এমন অনেকেই থাকেন, যাদের কাছে থাকে না টিকিট কাটার পয়সা অথচ জার্নি করত হবে। এমনই এক যুবক জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের নিচে দুটি চাকার মাঝে একটা লোহার পাটাতনের উপর বসে প্রায় ২৫০ কিমি পথ জার্নি করলেন। প্রথমিকভাবে অবশ্য রেল পুলিশের ধারণা ওই যুবক কিছুটা মানসিক ভরসাম্যহীন। জব্বলপুর স্টেশনে ওই যুবককে ট্রেনের নীচ থেকেই উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন এভাবে প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাত্রা! জেরায় প্রাথমিকভাবে ওই যুবক জানিয়েছেন, তাঁর কাছে ট্রেনের টিকিট কেনার টাকা ছিল না। কিন্তু তাই বলে কোনো সম্পূর্ণ সুস্থ মানুষের পক্ষে কি এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব?

রেল সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ২৪ ডিসেম্বরের। জানা গিয়েছে, পুণে-দানাপুর এক্সপ্রেস ট্রেন জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল। রেলের কর্মীরা ট্রেনটিকে পরীক্ষা করছিলেন। কামরার নীচে এক কর্মীর চোখ আটকে যায়। দুই চাকার মধ্যিখানে কিছু একটা আটকে রয়েছে! দেখা যায়, সেটি আর কিছু নয়। এক যুবক সেখানে রয়েছেন। রেলের চালককে দ্রুত সতর্ক করা হয়।
এরপর ট্রেনের কামরার নীচ থেকে তাঁকে বার করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই যুবকের কথা শুনে হতবাক হন রেলকর্মী-পুলিশরা। জানা যায়, ইটারসি স্টেশনে পুণে-দানাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার সময় ওই যুবক কামরার নীচে ঢুকেছিলেন। দীর্ঘ ২৫০ কিমি রাস্তা তিনি সেভাবেই কামরার নীচে থেকে যাত্রা করেন। এভাবেও একজন মানুষ এগিয়ে চলে জীবনের পথে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *