নিউজ ডেস্ক ::হ্যাঁ, কথাটা সত্যি! মহাভারতে ধৃতিরাষ্ট্রের ১০০ পুত্র ছিল। আর এই আধুনিক ধৃতরাষ্ট্রের ১০২ জন সন্তান। তিনি উগান্ডার নাগরিক মুসা হাসাহ্যা কাসেরা। তার বিরাট পরিবার যেন একটা আস্ত গ্রাম। বয়স হয়েছে ৭০ বছর। আর ৭০ বছর বয়সী বৃদ্ধের কিনা আছেন ১২ জন স্ত্রী। তাঁর পরিবারে যতজন সদস্য, তাতে গোটা একটা গ্রাম হয়ে যায়। উগান্ডা বাসী বৃদ্ধ হার মানিয়েছেন খোদ ধৃতরাষ্ট্রকেও। তাঁর মোট সন্তান সন্ততীর সংখ্যা ১০২। তাঁর নাতি-নাতনি রয়েছেন ৫৭৮ জন। এই নিয়েই তাঁর ভরা সংসার। পূর্ব উগান্ডার বুতালিজা রাজ্যের বাগিসা গ্রামে বাস মুসা হাসাহ্যার। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিয়ো। যেখানে তাঁকে ‘দ্য পারসন হু প্রোডিউসড দ্য মোস্ট চিল্ড্রেন ইন দ্য ওয়ার্ল্ড’ বলে আখ্যা দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই সকলের নজরে পড়েছেন তিনি। খবরে প্রকাশ, তিনি ও তার পরিবার সুখে শান্তিতে আছে। কিন্তু অভাব কিছুটা আঘাত করেছে।
আসল কথা বলো, এতো জনের পেট তো চালাতে হবে। পেশায় গবাদী পশু ব্যবসায়ী ছিলেন মুসা, কসাইয়ের কাজ করেছেন। তাই জীবনের প্রথম দিকে বেশ ভালই পসার করেছিলেন তিনি। এমনিতেই বাগিসা গ্রাম প্রত্যন্ত এক অঞ্চল, সেখানে এত ভাল জোয়ান পাত্র আর কোথায় পাওয়া যায়? তাই নিজের কন্যার সঙ্গে বিয়ে দিতেও স্বাছন্দ্য বোধ করতেন কন্যা দায়গ্রস্থ পিতারা। ১৯৭২ সালে ১৭ বছর বয়সে প্রথম বিয়ের পিঁড়িতে বসেন মুসা। বিয়ের এক বছর পরে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান স্যান্ড্রা নাবওয়াইর। বর্তমানে তাঁর সন্তানদের বয়স ১০ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁর সবচেয়ে কনিষ্ঠ স্ত্রীর বয়স তাঁর বয়সের অর্ধেক, ৩৫ বছর। সবটা মিলিয়ে কিন্তু জমজমাট পরিবার।