রামায়নের কিছু অল্প পরিচিত ঘটনা

নিউজ ডেস্ক ::রামায়ণ বিশ্বের আদি সাহিত্য ও মহাকাব্য। রামায়ণে শ্রী রামচন্দ্রকে বিষ্ণুর অবতার রূপে চিহ্নত করা হয়েছে। বাল্মীকি রচিত রামায়ণে মহাভারতের মতো এতো ঘটনার ঘনঘটা না থাকলেও রামায়ণে আমরা একটা বিরাট যুগ পরিবর্তনের ছবি পাই। সেই বাল্মীকির রামায়ণে এমন কিছু ঘটনা আছে, যা হয়তো আমাদের অজানা। তেমনই কয়েকটি ঘটনা ও তথ্য হলো –

১) রামায়ণের প্রতি 1000টি শ্লোকের পরে আসা প্রথম অক্ষর থেকে গায়ত্রী মন্ত্র তৈরি হয়।গায়ত্রী মন্ত্রে 24টি অক্ষর রয়েছে এবং বাল্মীকি রামায়ণে 24,000টি শ্লোক রয়েছে। রামায়ণের প্রতি 1000 শ্লোকের পরে আসা প্রথম অক্ষরটি গায়ত্রী মন্ত্র গঠন করে। এই মন্ত্রটি এই পবিত্র মহাকাব্যের সারাংশ। গায়ত্রী মন্ত্র প্রথম ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে।

২) রাম এবং তার ভাইদের পাশাপাশি, রাজা দশরথও একটি কন্যার পিতা ছিলেন শ্রী রামের বাবা-মা এবং ভাই সম্পর্কে প্রায় সবাই জানেন, কিন্তু খুব কম লোকই জানেন যে রামের “শান্তা” নামে একটি বোনও ছিল। 

৩) রামকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু আপনি কি জানেন যে তার অন্যান্য ভাইরা কার অবতার ছিলেন?  লক্ষ্মণকে শেষনাগের  অবতার মনে করা হয় । আবার ভরত এবং শত্রুঘ্নকে যথাক্রমে সুদর্শন-চক্র এবং শঙ্খ-শেলের অবতার বলে মনে করা হয়। এগুলো ভগবান বিষ্ণু বহন করেন।

৪) সীতার স্বয়ম্বরে ব্যবহৃত ভগবান শিবের ধনুকের নাম
আমরা অনেকেই হয়তো জানি না। সেই ভগবান শিবের ধনুকের নাম ছিল ‘পিনাক’।

৫) গুদাকেশ’ লক্ষ্মণের অপর নাম এটা বিশ্বাস করা হয় যে 14 বছরের বনবাসের সময়, লক্ষ্মণ তার ভাই এবং ভগ্নিপতিকে রক্ষা করার জন্য কখনও ঘুমাননি, এই কারণে তিনি ” গুদাকেশ ” নামেও পরিচিত। 

৬) আমরা অনেকেই জানি যে রাম, লক্ষ্মণ এবং সীতা বহু বছর বনে কাটিয়েছিলেন। তবে খুব কম লোকই সেই বনের নাম জানেন। সেই বনের নাম ছিল দণ্ডকারণ্য। যেখানে রাম, সীতা ও লক্ষ্মণ তাদের বনবাস কাটিয়েছিলেন। C 35,600 বর্গমাইল জুড়ে বিস্তৃত ছিল যার মধ্যে বর্তমান ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। সেই সময় এই বনকে সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসদের আবাস বলে মনে করা হত। তাই এর নাম দণ্ডকারণ্য যেখানে “দন্ড” অর্থ “শাস্তি” এবং “অরণ্য” অর্থ “বন”।

৭) সমগ্র রামায়ণ কাহিনীর সবচেয়ে কৌতূহলী পর্ব হল লক্ষ্মণ রেখা পর্ব, যেখানে লক্ষ্মণ বনে তার কুঁড়েঘরের চারপাশে একটি রেখা আঁকেন। কিন্তু বাল্মীকির রামায়ণে এই গল্পের উল্লেখ নেই। 

৮) বিশ্বাস করা হয় যে সীতা যখন পৃথিবীতে বিলীন হওয়ার পর তার দেহ ত্যাগ করেছিলেন, তখন ভগবান রাম সরয়ু নদীতে জল সমাধি নিয়ে পৃথিবী ত্যাগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *