এবার আসছে ‘বিটা বেবি’র যুগ

নিউজ ডেস্ক ::২০২৫ সালের ১ জানুয়ারী থেকে যে শিশুরা জন্ম নেবে, এই বিশ্বের কাছে তাদের হবে নতুন পারিচয়। বিষয়টা একটু খুলে বলা দরকার। দেখতে দেখতে পার আরও একটা বছর। ২০২৪ সালকে পিছনে ফেলে পা রাখতে চলেছে ২০২৫ সালে। এই নতুন বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ ২০২৫ সাল থেকেই আসতে চলেছে এক নতুন প্রজন্ম। বিশ্বের জনসংখ্যার চিত্রটা বদলাবে এরাই। যারা ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে জন্মেছেন, তাদের জেন-জ়ি বলা হয়। তাদের পরের প্রজন্ম হল জেনারেশন আলফা। এখানেই শেষ নয়, তার পরেও ছিল নতুন জেনারেশন।

২০১০ সাল থেকো ২০২৪ সালের মধ্যে জন্ম যাদের, তারাই জেন-আলফা। এবার ২০২৫ সাল থেকে শুরু হতে চলেছে আরেকটি নতুন প্রজন্মের। ২০২৫ সালে যারা জন্মাবে, তারা হবে জেনারেশন বিটা। কতটা আলাদা হবে ‘বিটা বেবি’দের জীবন? এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। তারাই জীবন পরিচালন করবে। জেনারেশন আলফা যেমন আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছে, তেমনই জেনারেশন বিটা নিজে থেকেই চালিত পরিবহন ব্যবস্থা দেখবে। স্বাস্থ্যক্ষেত্রের আধুনিক প্রযুক্তি, যা শরীরের খুঁটিনাটির উপরে নজর রাখবে, তেমন প্রযুক্তি পরে থাকবে সর্বক্ষণ। দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হবে ভার্চুয়াল পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *