নতুন তালিবানি ফরমান – বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আফগান মহিলারা

নিউজ ডেস্ক ::বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না বলে, বলা ভালো বিচ্ছিন্ন করে দিচ্ছে তালিবানি সরকার। কাবুলিওয়ালার দেশের মহিলাদের অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে এই তালিবানি নির্দেশ। তালিবান সরকারের মুখপাত্রের একটি প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দেশের মধ্যে তৈরি হওয়া নতুন বাড়িগুলিতে রাখা যাবে না জানলা। মূলত, অন্দরমহলের যে সকল জায়গা মেয়েরা ব্যবহার করে সেগুলিকে রাখতে হবে জানলাবিহীন, যাতে বাইরে থেকে কেউ যেন ঘরের মধ্যে থাকা মেয়েদের দেখতে না পায়। শুধু তা-ই নয়, তাঁদের আরও দাবি, মহিলাদের রান্না ঘরে কাজ করতে দেখলে কিংবা কুয়ো থেকে জল তুলতে দেখলে তা অশালীন কর্মকাণ্ডের আওতায় পড়বে। এভাবেই ইসলামী আইনের নামে সে দেশের মহিলাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে।

উল্লেখ্য, একুশ সালে পালাবদলের পর থেকেই আফগানিস্তানের আকাশে বাতাসে ভয়ের আবহ।কাবুলিওয়ালাদের দেশকে নিজেদের কবলে আনার পরেই সেদেশে শরিয়ত লাগু করে তালিবানরা। আর তারপর থেকেই সেই শরিয়তের ছত্রছায়ায় চলছে একের পর এক আজগুবি ফরমান জারি। ‘নারী নিরাপত্তার’ নামে মেয়েদের ‘গলা টিপছে’ তালিবানরা, দাবি ওয়াকিবহাল মহলের। ফরমান মতোই দেশে সকলে ‘তালিবানি বাণী’ মেনে চলছে কি না সেই বিষয়টিতে নজরদারি চালাবে পুরসভা ও অন্যান্য দফতর। যে সব বাড়িতে ফরমান জারি হওয়ার আগেই জানলা তৈরি হয়ে গিয়েছে, তাদের সেই জানলা বুজিয়ে দিতে হবে দেওয়াল তুলে, নির্দেশ তালিবান সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *