শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া কি হৃদয়ের কাছাকাছি এসেছিলেন?

নিউজ ডেস্ক ::এমন গুঞ্জন বহুদিন থেকেই আছে বিনোদন জগতে। তবে তা বহু বছর আগের ঘটনা। শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া-বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। শোনা যায়, পর্দার সমীকরণ কবে যে বাস্তবে মোড় নিয়েছিল সেটা হয়তো কেউই বুঝতে পারেননি। আলোচনা ছড়িয়ে পড়ে দ্রুত। যদিও ঘুণাক্ষরেও তাঁদের সম্পর্কের কথা বাইরে আসতে দেননি তাঁরা। কিন্তু কোনও কথা কি আর চাপা থাকে। এটাও চাপা থাকে নি। বিনোদন জগতের গল্প বাতাসের থেকেও দ্রুত ছোটে।

এমনকি প্রিয়াঙ্কার কপালে জুটেছিল সংসার ভাঙার তকমা। শুধু কি তাই বলিপাড়ার অন্দরের খবর ২০০৫ সালে টরেন্টোতে গিয়ে বিয়েও করেছিলেন প্রিয়াঙ্কা এবং শাহরুখ। ইসলাম মতে নাকি নিকাহ সেরেছিলেন এই জুটি। শোনা যায়, ‘ডন ২’ ছবির শুটিংয়ের সময় সম্পর্ক তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। যদিও এ প্রসঙ্গে কোনও দিন কোনও কথাই বলেননি তাঁরা। বরং এ কথা নায়কের স্ত্রী গৌরী খানের কানে যেতেই ঘটে বড় কাণ্ড। শোনা যায়, এই খবর প্রকাশ্যে আসার পর শাহরুখের বিরুদ্ধে একজোট হয়েছিলেন গৌরী, করণ জোহর এবং আদিত্য চোপড়াও। তবে এর কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। শোনা যায় বেশ কিছু শর্তও দেওয়া হয়েছিল তাঁদের। তার পরেই নাকি প্রিয়াঙ্কা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন। শোনা যায়, বিদেশে তাঁর কেরিয়ার গোছানোর জন্য প্রথমের দিকে তাঁকে বিপুল সাহায্য করেছিলেন শাহরুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *