নিউজ ডেস্ক: একটা ছবি রিলিস হতে পাঁচ বছর লাগলো?
এই প্রশ্নের উত্তরে অকপটে জবাব দিলেন ছবির নায়ক শুভম আমরা ফীচার ফিল্ম বানাচ্ছিলাম, কোনো ম্যাগি নয় যে ২ মিনিটে তৈরি হয়ে যাবে। তাছাড়া অনুষ্ঠিত হয়ে গেলো “চৈতী প্রোডাকশন” এর পঞ্চম বর্ষের বাৎসরিক পিকনিক এবং তার সাথে আসন্ন ছবি “বাবু পেলো লটারি” ট্রেইলার লঞ্চ এর সেলিব্রেশন। এই পিকনিকের পরিচালনায় ছিলেন “চৈতী প্রোডাকশন”-এর চৈতী মাইতি, এছাড়া সহ পরিচালনায় ছিলেন অন্বেষা সাহা মাইতি এবং অলোক মাইতি। ওখানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির নামি দামি তারকারা এবং “বাবু পেলো লটারি” ছবির কাস্ট এন্ড ক্রু। প্রত্যেক বছরই যেরকম উন্মাদনা থাকে মানুষের মধ্যে এই ইভেন্টটাকে নিয়ে এই বছর ও কোনো খামতি দেখা গেলো না। আর এই বছরে অতিরিক্ত ভাবে যোগ হয়েছিল “বাবু পেলো লটারি” ট্রেইলার লঞ্চ এর সাকসেস সেলিব্রেশন। ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ জানুয়ারী আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে। সেখানেই আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করেন ছবির নায়ক শুভম কে, যে ছবিটি বানাতে এতো বছর কেনো দেরি হলো জবাবে শুভম বলেন, ছবিটির শুটিং অনেক দিন আগেই আটকে গেছিলো কারণ লোকডাউন এর সময় ছবির শুটিং শুরু হয় তাই দেড় বছর পিছিয়ে ছবিটি রিলিজ করা হচ্ছে, তার সাথে তিনি মজার সাথে এটাও বলেন “ফীচার ফিল্ম বানাচ্ছিলাম কোনো ম্যাগি নয় যে ২ মিনিটে তৈরি হয়ে যাবে। আমাদের প্রতিনিধি ছবির রিলিজ এর কথা জিজ্ঞেস করতে শুভম তার ছবির সংলাপ বলেছেন ” ক্যালেন্ডার যাই হোক না কেন তারিখ তাই ভাইটাল”। তাছাড়া ৩১ জানুয়ারী পরিবারের সাথে সিনেমা হল এ গিয়ে ছবিটি দেখতে বলেছেন ছবির নায়ক শুভম এবং নায়িকা শ্রেয়া। এই পিকনিকে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা তমাল রায় চৌধুরী সহ আরও নামি দামি শিল্পীরা। ছবির ডিরেক্টর হলেন কৌশিক গোস্বামী। ডিরেক্টর হিসেবে এটি তার প্রথম ছবি। তিনি বলেছেন “আপনারা সিনেমা হলে আসুন ছবিটি দেখুন বাবু কে ভালোবাসুন এবং বাবুই প্রেমে পড়ুন”। ছবিটির এডিটর এবং “চৈতী প্রোডাকশন” এর টেকনিকাল হেড হলেন অভিজিৎ কর্মকার। তিনি বলেছেন আপনারা সবাই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন এবং আপনাদের ফিডব্যাক দেবেন। এছাড়াও নিজস্ব প্রতিক্রিয়া দিয়েছেন নিতা দাস, অসীম সিকদার, রণজিৎ নস্কর, রাজা পাল, সোনালী মণ্ডল, জয়ীতা সেন, অভিষেক মুখাৰ্জী, তমোজিত ।