অস্কারে বাংলা ছবি -‘পুতুল’

নিউজ ডেস্ক ::বাংলা ছবি বাংলার সীমানা ছাড়িয়ে বহুদিন আগেই ভারতীয় হয়ে উঠেছিল। এবার আবার আন্তর্জাতিক স্তরে। অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে জায়গা পেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ (Putul)৷ ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই দেখা গেল এই ছবির নাম। এটিই প্রথম বাংলা ছবি যা জায়গা পেল অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে (Best Picture)৷ পুতুলের পাশাপাশি এই ক্যাটেগরিতে নতুন করে জায়গা পেয়েছে আরও ৬ ভারতীয় ছবি। কিছুদিন আগেই অস্কারের বেস্ট মিউজিকের প্রাথমিক তালিকায় সিলেক্টেড হয়েছিল এই ছবির গান ‘ইতি মা’৷ তবে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’। এবার সেরা ছবির বিভাগে প্রতিযোগিতায় এই ছবি। স্বাভাবিক কারণেই বাঙালি হিসাবে আমরা গর্বিত, আনন্দিত।

মঙ্গলবার খবরটা এসে পৌঁছায়। আর তার পরেই উল্লাসে ফেটে পরে পরিচালক,শিল্পী ও কলা কুশলিরা। এবার সেরা ছবির বিভাগে প্রতিযোগিতায় এই ছবি। সারা বিশ্ব থেকে মোট ৩২৩ টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটেগরিতে রয়েছে ২০৭ টি ছবি। সেই তালিকায় থাকা সাতটি ভারতীয় ছবি- পুতুল (বাংলা), কানগুভা (তামিল), আদুজীভাথাম (হিন্দি), সন্তোষ (হিন্দি), স্বতন্ত্র বীর সাভারকার (হিন্দি), অল উই ইমাজিন অ্যাস লাইট (মালায়ালাম-হিন্দি), গার্লস উইল বি গার্লস (হিন্দি-ইংরাজি)। অস্কার কমিটির তরফ থেকে এই সুখবর আসতেই আনন্দে ভাসছেন পরিচালক-প্রযোজক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘আমার ছবিটাকে পছন্দ করার জন্য, আমার পরিচালনা, আমার চিত্রনাট্য পছন্দ করার জন্য, আমি অ্যাকাডেমি তথা অস্কার কমিটির কাছে কৃতজ্ঞ। ছবিটি অস্কারের মেইন ক্যাটেগরিতে সিলেক্ট হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আমি খুব খুশি কারণ এই প্রথম কোনও বাংলা ছবি বেস্ট পিকচার ক্যাটেগরিতে জায়গা পেল।’ আমরা সকলে আশাবাদী যে এবার ‘পুতুল’ বাংলা ছবিকে নতুন দিশা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *