নিউজ ডেস্ক ::এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম মুখ, বিএনপি নেতা খালেদা জিয়া লন্ডনে। সূত্রের খবর, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। জানা যাচ্ছে, সাড়ে সাত বছর পর দেখা করবেন ছেলে তারেক রহমানের সঙ্গে। তবে ছেলের বাসভবন নয়, খালেদা জিয়া সরাসরি যাবেন লন্ডনের হাসপাতালে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিতে সোমবারই ঢাকা পৌঁছে গিয়েছে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ঘিরে নিরাপত্তার প্রাচুর্য লক্ষ করা গেছে। রক্ষাকবচে ঢেকে ফেলা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। মঙ্গলবার রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শুধুই কি চিকিৎসা? নাকি আরও কিছু কর্মসূচি আছে তার? কবে ফিরবেন এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হৃদরোগ, কিডনির সমস্যা-সহ একাধিক রোগের চিকিৎসা করাতেই দূর দেশে যাবেন তিনি, এমনটাই খবর। উল্লেখ্য, শেখ হাসিনার আমলে প্রায়ই বিদেশে চিকিৎসার জন্য জামিনের আবেদন করতেন খালেদা জিয়া। কিন্তু দুর্নীতি মামলায় বরাবরই খারিজ হত সেই আবেদন। গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পরই ‘নতুন সূর্য’ দেখেন খালেদা জিয়া। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন হতেই ৬ আগস্ট সেনাপ্রধানের পরামর্শে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রাক্তন প্রধানমন্ত্রী সাজা মকুবের কথা ঘোষণা করেন। সেই থেকে মুক্ত বিএনপি নেত্রী। এখন দেখার লন্ডনে গিয়ে তিনি কি করেন!