ঘোষিত হলো ডার্বির মাঠ – তীব্র ক্ষোভ ইস্টবেঙ্গলের

নিউজ ডেস্ক ::খেলার ঠিক তিন দিন আগে ডার্বির আয়োজক মোহনবাগান ঘোষণা করলো আসন্ন ডার্বির ভেনু। গঙ্গাসাগর মেলা থাকায় কলকাতায় পুলিশি নিরাপত্তা দিতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলো বিধাননগর পুলিশ। ১১ জানুয়ারি গুয়াহাটিতে হবে কলকাতা ডার্বি। সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান। যদিও সেটা জানানো হল মাচ শুরুর তিনদিন আগে। আর তাতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার পর্যন্ত ডার্বির দিন ঘোষণা করেনি মোহনবাগান। তাতেই ক্ষোভপ্রকাশ করেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। রীতিমতো ক্ষোভের সুরে বলেন, “পুরো বিষয়টা পরিকল্পনামাফিক করছে মোহনবাগান। ডার্বির ভেনু ঠিক করে ফেলার পরেও ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলতে ইচ্ছে করেই ভেনু ঘোষণা করছে না মোহনবাগান।” যদিও এই অভিযোগের কোনো সদুত্তর এখন পর্যন্ত মোহন বাগানের পক্ষ থেকে দেওয়া হয় নি। ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের সমর্থকেরাও।

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র তিন দিনের মধ্যে সমস্ত আয়োজন করা হোটেল ঠিক করা – ইত্যাদি নিয়ে তাদের খুব সমস্যা হবে। দেবব্রত সরকারের দাবি “মোহনবাগান ইতিমধ্যে স্থির করে ফেলেছে কোথায় ডার্বি হবে। ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের কোচ- ফুটবলরারদেরও জানিয়ে রেখেছে। কোন হোটেলে থাকবে সেই সবের ব্যবস্থা করা হয়ে গিয়েছে। অথচ ইস্টবেঙ্গলকে কিছুই জানানো হচ্ছে না। তার একটাই কারণ, আমরা যাতে সমস্যায় পড়ি।” সব মিলিয়ে যথেষ্ট জটিল পরিস্থিতি তৈরী হয়েছে ডার্বি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *