নিউজ ডেস্ক ::ভারত বিরোধিতার কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রাদকে পদত্যাগ কররে হয়েছে। এবার কানাডা শুরু করেছে ট্রাডোর উত্তরসূরি খোঁজার। আর এই ব্যাপারে এগিয়ে আছে ভারতীয় বংশোভূত অনিতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ভারত-বিদ্বেষ এবং ‘খলিস্তান প্রেমের’ দায়ে দলের অন্দরে কোণঠাসা জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন। এরপরেই ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কানাডার সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রীর তালিকায় উপর দিকে রয়েছেন সে দেশের বর্তমান পরিবহণ মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। এই মুহূর্তে জাস্টিন ট্রাডো প্রায় সব দিক থেকেই কোনঠাসা। ফলে তাকে সব পদই ছাড়তে হচ্ছে।
সোমবার ট্রুডো যেমন প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা জানিয়েছেন, তেমনই ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়ছেন বলে ঘোষণা করেছেন।
প্রশ্ন উঠেছে, তাহলে এবার কানাডার প্রধানমন্ত্রীর আসনটি কার। নাম এসেছে একাধিক ব্যক্তিত্বের। সোমবার তিনি আরও জানান, আগামী ২৪ মার্চের মধ্যে তাঁর উত্তরসূরি নির্বাচন করবে দল। এই ক’দিন স্থগিত থাকবে সংসদের অধিবেশন। বিশেষজ্ঞদের দাবি, গত পাঁচ বছরে কানাডার রাজনীতিতে প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন অনিতা আনন্দ। পরিবহণ দপ্তর সামলানো ছাড়াও বিভিন্ন সময়ে জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি। তামিল বাবা, পাঞ্জাবি মায়ের সন্তান ৫৭ বছরের অনিতা অক্সফোর্ডের পড়ুয়া। তবে অনিতা ছাড়াও আরও বেশ কয়েক জনের নাম ঘুরে বেড়াচ্ছে।