নিউজ ডেস্ক ::মানুষ নানা ভাবে নানা রেকর্ড করেন। বহু রেকর্ড সত্যিই স্মরণীয় হয়ে থাকে। ব্রাজিলের গ্যাব্রিয়েলের রেকর্ডও মানুষ মনে রেখেছে। কিন্তু সকলকে দুঃখ দিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ডিসেম্বরের ৩০ তারিখ তাঁর ঘুমের মধ্যে মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে গ্যাব্রিয়েল। সেই খবর তাঁর বন্ধু সকলকে দেন। গ্যাব্রিয়েল অ্যাকাউন্ট সত্তর হাজারেরও বেশি মানুষ ফলো করেন। তারা সকলেই অবাক হন। কিছুদিন আগেই তিনি বাবা ও ভাইকে হারিয়েছেন, সেই শোক কাটার আগেই নিজে চলে গেলেন। তাঁর বন্ধু রিকার্ডো জানান, ‘গ্যাব্রিয়েল ঘুমের মধ্যে শান্তিতে চলে গেছে। ওকে ভুগতে হয়নি। এটা শান্তির মৃত্যু। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হয়েছে ওকে।’
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তাঁকে প্রথম ব্রাজিলের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রোগ্রামা দো গুগু-তে প্রথম দেখা যায়। সামনে আসে তাঁর লড়াইয়ের কথা। তিনি সেসময় জানান, ‘আমি গ্যাব্রিয়েল ফেইতাস, বয়স ২৯। ৩২৯ কেজি ওজন। যখন আমি ওজন কমানোর যাত্রা শুরু করি তখন মাত্র ১০ কেজি ওজন কমিয়েছিলাম। তারপর সেসব রেকর্ড করারও ইচ্ছে হয়। আমি চেয়েছিলাম আমার ওজন কমানোর যাত্রা সকলের সঙ্গে শেয়ার করি।’ জানা যায়, মাত্র দেড় বছরে যুবক ১১৪ কেজি ওজন কমিয়েছিলেন। তারপর আরও খানিকটা কমে। মাঝে বাবা ও ভাই মারা যাওয়ায় সে যাত্রায় ভাটা পড়ে। সকলের মনেই নেমে আসে গভীর দুঃখ।