নিউজ ডেস্ক ::গত ১০/১১ বছর ধরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে প্রাণ হারিয়েছে অনেক তৃণমূল কর্মী। সম্প্রতি মালদা তৃণমূলের নেতা দুলাল সরকারের খুনের পরে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুলিশের বিরুদ্ধে। আর তখনই অপরাধীকে ধরতে তৎপর হয়ে ওঠে পুলিশ। এর আগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। খবরে প্রকাশ তারা সকলেই ভাড়াটে খুনি। কিন্তু আসল মাথার খোঁজ পাচ্ছিলো না পুলিশ।
ইতিমধ্যে দুলাল সরকারের স্ত্রী বলেন, এই খুন গোষ্ঠীকোন্দলের কারণে হয়েছে। এর পরেই পুলিশ মঙ্গলবার মালদহ শহরের তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার ভাইকে ডেকে জিজ্ঞসাবাদ শুরু করেন। ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি মালদহ শহরের তৃণমূলের সভাপতি। মানুষের প্রশ্ন, শুধুই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জন্য আর কত মানুষের প্রাণ যাবে বাংলায়?