নিউজ ডেস্ক ::আর কিছু সময়ের মধ্যেতেই আদালতে উঠতে চলেছে আর জি কর কাণ্ডের কেস। প্রমাণ, সাক্ষী ও বিচার এক রকম শেষ। এবার আদালতের রায় দানের সময়। আজ ফের আদালতের কাছে সঞ্জয় রায়ের ফাঁসি চাইতে পারে সিবিআই। একই সঙ্গে আদালতে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসির আবেদন জানাতে পারেন নির্যাতিতার মা ও বাবার আইনজীবীরাও। বিচারপর্বের শেষে আজ রায়দানের তারিখও ঘোষণা করতে পারে আদালত। উলটোদিকে ‘প্রমাণে’র অভাবে সঞ্জয়কে বেকসুর খালাস করার দাবি জানাতে চলেছেন তাঁর আইনজীবী। বুধবার শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচারপর্বে হাজির করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। এদিন নির্যাতিতার মা ও বাবাও আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা বাইরে বেরিয়ে এসে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা দাবি করেন।
এখন দেখার আজকে আদালতে বাদী ও বিবাদী পক্ষ কোন কোন যুক্তি সাজাতে চলেছে। গতকাল দুপুর একটার পর থেকে আইনজীবীরা ফের তাঁদের ‘আর্গুমেন্ট’ শুরু করেন। কেন সঞ্জয় অভিযুক্ত নয়, কেনই বা তার বিরুদ্ধে নিয়ে আসা প্রমাণগুলি সঠিক নয়, তার স্বপক্ষে যুক্তি দিয়ে বক্তব্য পেশ করেন তার আইনজীবীরা। এদিন সঞ্জয়ের আইনজীবীদের ‘আর্গুমেন্ট’ বা সওয়াল শেষ হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে প্রথমে সিবিআইয়ের আইনজীবীরা অভিযুক্তর আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে জবাব দেবেন। পরে নির্যাতিতার বাবা ও মায়ের বিক্তব্য শোনা হবে। শেষে আদালত শাস্তির দিন ঘোষণা করবে।