কলকাতা কর্পোরেশনের ফাইল ফেলে রাখার বদনাম দূর করতে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক ::এমনিতেই বহু বছর ধরেই কলকাতা কর্পোরেশনের নাম হয়ে গেছে ‘চোর পোরেশন’। সেই বদনাম দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বার বার করে সকলকে সাবধান করেছেন। এর মধ্যেই আরও এক নতুন উদ্যোগ নিয়েছে কর্পোরেশনের আধিকারিকরা। দীর্ঘসূত্রতা বন্ধ করা। আর ফাইল দীর্ঘ দিন ফেলে রাখা যাবে না। যথাযথ কারণ ছাড়া নিজের কাছে ফাইল জমিয়ে রাখলেই সংশ্লিষ্ট পুর আধিকারিককে কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে সতর্কতা জারি করেছে পুরসভা। অনেক পুরকর্তা, আধিকারিকেরই নিজেদের কাছে ফাইল জমিয়ে রাখা বা কাজ ফেলে রাখার প্রবণতা নতুন কিছু নয়। কিন্তু জমিয়ে রাখা ফাইল, ই-ফাইলের সংখ্যা এমন একটা জায়গায় পৌঁছেছে যে, তা সম্প্রতি নজরে এসেছে পুর কর্তৃপক্ষের। এই নিয়ে সতর্ক করেছে পুরো কর্তৃপক্ষ। মেয়র আধিকারিকদের বলেছেন, কোন টেবিলে বেশিদিন ফাইল পরে থাকে তার লিস্ট তৈরী করুন।

পুরসভার দফতরগুলির অভ্যন্তরীণ রিপোর্টেও এই ফাইল জমিয়ে রাখার বাস্তবটি উঠে এসেছে। এই পরিস্থিতি পাল্টানোর জন্যই সব দফতরে নির্দেশ পাঠানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল, ই-ফাইল ছেড়ে দেওয়ার জন্য। বলা হয়েছে, ফাইল যাওয়ার সর্বাধিক ১৫ দিনের মধ্যে ছাড়তে হবে। নিজের কাছে তা জমিয়ে রাখলে চলবে না। একাধিক ফাইল থাকলে কাজ ও গুরুত্বের অগ্রাধিকারের ভিত্তিতে তা একে একে ছাড়তে হবে। কোনও ভাবেই তা ফেলে রাখা চলবে না। এখন দেখার এই নির্দেশিকার পরে কাজের গতি বাড়ে কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *