নিউজ ডেস্ক ::হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমার মতো একাদশীর গুরুত্ব অপরিসীম। একাদশী তিথিতে অনেকেই উপবাস করেন ও তাতে অনেক উপকার পান। প্রতিমাসে দু’বার একাদশী পালন হয়। এটি একটি শুক্লাপক্ষে, অন্য একটি কৃষ্ণপক্ষে হয়। একাদশীর দিন বিশেষত ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার আয়োজন করা হয়। জানুয়ারি মাসে পুত্রদা একাদশী উপবাস অনেকেই করে থাকেন। ভারতীয় জ্যোতিষ বলছে, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করুন। এবছর পুত্রদা একাদশী পড়েছে ১০ জানুয়ারি। এই একাদশী সময় ভুলেও এই কাজগুলি করবেন না, এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে, জানুন কোন কোন ভুল করবেন না।
জ্যোতিষ মতে –
- আমিষ খাবার খাবেন না –
এই একাদশীর দিন ভুলেও আমিষ খাবার খাবেন না। এমনকি বাড়িতে এইসব রান্নাও করবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে নানান সমস্যা আসবে। - মনের খারাপ চিন্তা করবেন না –
এই একাদশীর দিন মনে কোনও খারাপ চিন্তা আনবেন না। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারোর মনের দুঃখ দিয়ে কোনও কথা বলবেন না। - তুলসী দেবীকে জল দেবেন না-
এই একাদশীর দিনে তুলসীকে জল না দেওয়াই ভালো। এতে তুলসী দেবী খুব রেগে যান । এতে মা লক্ষ্মীও কিন্তু অসন্তুষ্ট হন। - অপমান করবেন না –
এই বিশেষ দিনে কাউকে অপমান করবেন না, কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। - পশু, পাখি আঘাত করবেন না –
কোন পশু, পাখিকে আঘাত করবেন না। যদি পারেন পশু, পাখিকে খেতে দিন। - ভাত খাবেন না –
এই একাদশীর দিন ভাত জাতীয় কোনও খাবার খাবেন না, এমনকি মুড়ি, চিড়েও মুখে তুলবেন না। - চুল, দাঁড়ি কাটবেন না –
এই বিশেষ দিনে চুল, দাঁড়ি, নখ একদমই কাটা উচিত নয়। এটি খুব অশুভ বল মনে করা হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শুরু হবে ৯ জানুয়ারি দুপুর ১২ টা ২২ মিনিট থেকে, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হবে ১০ জানুয়ারি সকাল ১০ টা ১৯ মিনিট পর্যন্ত। পুত্রদা একাদশী উপবাসের তারিখ ১০ জানুয়ারি, পুত্রদা একাদশী উপবাস ভাঙার সময় ১১ জানুয়ারি সকাল ৭ টা ১৫ মিনিট থেকে ৮ টা ২১ মিনিট পর্যন্ত।