নিউজ ডেস্ক ::পোকা মানে সাধারণ কোনো পোকা নয়। এক বিশালাকায় পোকার সন্ধান মিলেছে আমেরিকার ওয়ামার্ট এর এক মলে । প্রথমে ওই বিশাল পোকা দেখে স্তম্ভিত হয়ে যায় ওই ব্যক্তি। দ্রুত খবর যায় প্রাণী গবেষণা কেন্দ্র। তারা এসে ওই বিশাল পোকা দেখে বলেন, হাজার বছর আগে যখন পৃথিবীতে পর্যাপ্ত খাদ্য ছিল তখন এই ধরনের পোকা ছিল। তখন পৃথিবীতে ছিল ডাউনসর। তারপর তো ডারউইনের থিওরী অনুযায়ী ওরা আর নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে নি। গবেষকেরা বলেন, Polystoechotes punctate- এই প্রাণীকে ১৯৫০ সালে শেষবারের জন্য দেখা পাওয়া গিয়েছিল উত্তর আমেরিকায়।
এতদিন পরে আবার কি করে ফিরে আসলো তা নিয়ে তাঁরা চিন্তিত। তবে তাঁদের বিশ্বাস, হয়তো তাদের বসবাসের একটা উপযুক্ত পরিবেশ ওই অঞ্চলে আবার তৈরি হচ্ছে। এটা আশার কথা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ডায়নোসর। ঠিক একইভাবে বিশালাকায় অনেক প্রাণীকে হারিয়েছে পৃথিবী একই কারণে। পৃথিবীতে সুনামি, অ্যাসিড বৃষ্টির মতো বেশ কিছু বিপর্যয় হতে থাকে। এসবই ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে ফেলে ডায়নোসরদের। শুধু ডাইনোসর নয়, বিলুপ্ত হয়েছে এই জাতীয় বহু প্রাণীকুল। ওই পোকাটি অনেকটা ফড়িংয়ের মতো দেখতে। পাতলা ডানা আছে। ওরা একবারে বেশ কয়েকশো কিমি উড়ে যেতে পারে। এমনও হতে পারে যে বহুদূর থেকে দল ছুট হয়ে ও এখানে চলে এসেছে।