নিউজ ডেস্ক ::শেখ হাসিনার মতো অবস্থা হবে ইউনুসের – এমনই শ্লোগান উঠলো বাংলাদেশের ভিতর থেকে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল। সেই অবস্থা কিছুটা ঠিক করতে মহম্মদ ইউনুস নতুন কর বিধিতে জানিয়েছে যে এখন থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে, বিলের উপরে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আর এতেই ক্ষেপে লাল বাংলাদেশের মানুষ। ক্ষোভে পথে নেমেছেন সাধারণ মানুষ। তাদের স্পষ্ট কথা – অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো। নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়া হবে। ইউনিসের অবস্থা হবে শেখ হাসিনার মতো।
বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে, বিলের উপরে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগে এই ভ্যাট ৫ শতাংশ ছিল। সেই ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হল। বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও ১৫ শতাংশ করে ভ্যাট বসানো হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সব দিক দিয়েই আঘাত আসছে মধ্যবিত্তের উপর। তাই তারা প্রতিবাদে পথে নেমেছেন। তাঁদের দাবি, নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য। বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। এর মধ্যেই বিভিন্ন জিনিসের উপর কর বাড়িয়েছে ইউনিস সরকার। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। তারা এবার প্রতিবাদে পথে নেমেছে।