নিউজ ডেস্ক ::এক মর্মান্তিক ও আমানবিক কাণ্ডের সাক্ষী থাকলো রায়গঞ্জ। মানুষের সঙ্গে মানুষের ঝগড়াঝাটি, হাতাহাতি ইত্যাদি তো নিত্যই ঘটে। এমন কি অস্ত্র দিয়ে আক্রমনও ঘটে। কিন্তু তাই বলে পোষ্য কুকুরকে দিয়ে আক্রমন করা – এটা সত্যিই ব্যতিক্রম। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলনপাড়ায়। রায়গঞ্জের স্কুলরোডের বাসিন্দা দেবদ্যুতি রায় নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মিলনপাড়ার বাসিন্দা বিশ্বদীপ ঘোষের কাছে হাজার পাঁচেক টাকা পেতেন তিনি। সেই পাওনা টাকা চাইতে গেলেই সমস্যা হয় বলে অভিযোগ। প্রথমে লোহার রড দিয়ে মার ও শেষে পোষ্য কুকুরকে লেলিয়ে দিয়েছিলো বিশ্বদীপ।
সন্ত্রস্ত দেবদ্যুতি রায় জানায়, “প্রথমে রড দিয়ে মারলে আমি পড়ে যাই। এরপর বাড়ির বাইরে বেরিয়ে আসি। তখন বিশ্বদীপ তার পোষা দুটি কুকুরকে লেলিয়ে দেয়। ট্রেনিং দেওয়া রটহুইলার কুকুরকে বলতে থাকে- চার্জ চার্জ। এরপর কামড়াতে শুরু করে ওই কুকুর। ভেবেছিলাম আজই শেষ। মরেই যাব।” আরও জানা যায়, সঙ্গে ছিল আরও একটি ডোবারম্যান কুকুর। সে এক নির্মম দৃশ্য। রাস্তার মানুষেরা এগিয়ে গেলেও কুকুর দেখে সামনে যেতে সাহস পান নি। বিশ্বদীপের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু সে পলাতক বলেই জানা যাচ্ছে।