নিউজ ডেস্ক ::‘প্লেটলেট রিচ থেরাপি’ হলো টাক মাথায় চুল তৈরী করা। এই থেরাপি বিভিন্ন বেসরকারি হসপিটালে আছে ও তা খুবই ব্যয় বহুল। কিন্তু এবার সরকারি নীল রতন মেডিক্যাল কলেজে তা বিনা পয়সায় শুরু হলো। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ত্বকরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. অরুণ আচার জানিয়েছেন, এই প্লেটলেট রিচ থেরাপির জন্য অনেকগুলো ‘সিটিং’ লাগে রোগীর। বেসরকারিতে একেকটা সিটিং-এর জন্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তা-ই হচ্ছে বিনামূল্যে। হাসপাতালের ত্বকরোগ বিভাগে সম্প্রতি অত্যাধুনিক সমস্ত যন্ত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে টাকের সমস্যা থেকে অনেকেই মুক্তি পাবে।
একথা একদম ঠিক মানুষের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে মাথার চুলের উপর। এই থেরাপি নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার। তিনি বলেন, এই থেরাপিতে প্রথমে রোগীর ২০ এমএল রক্ত নেওয়া হয়। তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে আলাদা করা হয় প্লেটলেট। মাথার মধ্যে যেখানে চুল নেই, সেখানে ইনজেক্ট করা হয় ওই প্লেটলেট। একবার নয়, তিনবার, প্রয়োজনে তারও বেশি। প্রতি মাসে একটা করে ‘সিটিং’ হয়। প্রত্যেকবার ইনজেক্ট করে দেখা হয় কতটা চুল গজাল। এই প্লেটলেটের মধ্যে একটা গ্রোথ ফ্যাক্টর থাকে। তাই সাহায্য করে মাথায় চুল গজাতে। নতুন চুলে কিছু মাখতেও বাধা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন গজানো চুলে শ্যাম্পুও করা যাবে। স্বাভাবিক চুল পেয়ে মানুষ আবার নিজের মুখাবয়বের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবে।