বুধবার রাতে তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা – মৃত্যু ৬ জনের

নিউজ ডেস্ক ::অন্ধ্রপ্রদেশের অন্যতম তীর্থ মন্দির তিরুপতির মন্দির। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই মন্দির দর্শনে যায়। বুধবার রাতে বৈকুণ্ঠ একাদশী উদযাপনে খোলা হয়েছিল টোকেন কাউন্টার। সেখানেই হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। এখনও অবধি জানা গিয়েছে, যে চারজন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ১ মহিলা রয়েছেন। তিনি তামিলনাড়ুর সালেমের বাসিন্দা। জানুয়ারির ১০ থেকে ১৯ তারিখ অবধি বৈকুণ্ঠ দ্বার দর্শনের বন্দোবস্ত করা হয়েছে এই মন্দিরে। সেই দর্শনের টোকেন সংগ্রহের জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন কাউন্টারের সামনে। তখনই ঘটে বিপত্তি।

সেই সময়েই কে আগে টোকেন পাবেন সেই নিয়ে হইচই পড়ে যায়। বিশৃঙ্খলার জেরে কয়েকজন পড়ে যান মাটিতে। তার জেরেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তিরুপতি রুয়া হাসপাতালে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই নিয়ে কথাও বলেন। আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, তাদের পক্ষ থেকে যথাযথা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় নি বলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাঁরা এর জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *