নিউজ ডেস্ক ::একদিকে মরু শহর সৌদি আরবে প্রবল বন্যা আর অন্যদিকে পরিদের শহর লস অ্যাঞ্জেলস জ্বলছে দাবানলের আগুনের। প্রকৃতির এই বিরুদ্ধাচরণে বহু মানুষ মৃত্যুর মুখে। মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল। আগুনে পুড়ে ছারখার বহু বাড়ি। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী। রাস্তায় থমকে গাড়ির সারি। এখনও পর্যন্ত পাওয়া খবরে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। জানা গিয়েছে, সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমিতে আগুন জ্বলছে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ার ফলে দ্রুত আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাড়ছে উদ্বেগ। কয়েক ঘণ্টার মধ্যেই বহু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। হাওয়ার গতি আরও বাড়ার আশঙ্কায় অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রবল হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বহু মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুনের কবলে বহু বাড়ি। এমনকী গাড়িও। দাউদাউ জ্বলতে থাকা বাড়ি ও গাড়ির বহু ভিডিও ভাইরাল হয়েছে। তবু এই পরিস্থিতিতেও কোনও হতাহতের খবর না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে বিমানে সমুদ্রের জল ছিটিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। বুলডোজারের সাহায্যে পরিত্যক্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনতে।