নিউজ ডেস্ক ::মরু শহর বলতে আমরা প্রধানত বুঝি সৌদি আরবকে। সেখানে কখনো বৃষ্টি হয় না। আর হলেও তা খুবই সামান্য। ফলে তাদের শহর বা বাড়ির পরিকাঠামো এমন নয় যে বেশি বৃষ্টি হলে, দ্রুত জল সরে যাবে। সেই সৌদি আরবেই প্রবল বন্যা। মক্কা ও মদিনার অধিকাংশ অঞ্চলেই সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। জেড্ডা শহরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু পড়ছে বাজ। বুধবার সকাল থেকেই প্রবল বর্ষণ। সর্বত্র জল আর জল। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় শুধুই জল। গত কয়েক বছরে সৌদি আরবের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। প্রতি বছর বহু মুসলিম হজ ও উমরাহর সময়ে এখানে আসেন। কিন্তু এবার ভয়ংকর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বহু শহরই জলের তলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত আবহাওয়া এরকমই প্রতিকূল থাকবে। স্বাভাবিক কারণেই প্রবল সমস্যায় পড়েছে মানুষেরা ও প্রশাসন।
ইতিমধ্যে স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ হয়েছে কিছু অফিস। কয়েকটি নিচু জায়গায় যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। প্রকৃতির এই রোষে পরে বিপর্যস্ত দেশের বেশিরভাগ মানুষ।