নিউজ ডেস্ক ::বাংলাদেশের আভ্যন্তরিন পরিবেশ বেশ জটিল হয়ে উঠেছে। যে বিএনপি ইউনুসকে বিদেশ থেকে এনে মসনদে বসিয়েছে তারাই এবার ইউনুসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে বেশ গন্ডগোল। আগের দিন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন, BSF ঘুষ নিয়ে জঙ্গি ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গে – জা নিয়ে প্রচুর বিতর্ক তৈরী হয়েছে। এদিকে
বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার পরই ভারতে হাসিনার থাকার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই বিষয়ে মমতা নীরব। বিজেপি মনে করছে এই বিষয়ে মন্তব্য করলে মমতার সংখ্যালঘু ভোট কমতে পারে। তাই তিনি নীরব।
বৃহস্পতিবার বিরোধী দলনেতা একযোগে আক্রমন করেছেন ইউনুস ও মমতাকে। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় ৬০০ কিলোমিটারের বেশি এলাকায় জমি বিএসএফকে দিচ্ছেন না। তবে তাতে অসুবিধা নেই। সীমান্ত এলাকার মানুষজন রাজনীতি ভুলে ভারতমাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। তারা হাসুয়া নিয়ে পথে নেমেছে বাংলাদেশের চোরা চালান আটকানোর জন্য। তারাই এখন হয়ে উঠেছে কাঁটা তার। মমতা জমি না দিলেও জনগণ রক্ষা করবে ভারত মাতাকে। এর পরেই বেশ ব্যঙ্গের সুরে শুভেন্দু বলেন- বাংলাদেশ সীমান্তে এই যে ভারতীয়দের জাগরণ ঘটে গিয়েছে তার কৃতিত্ব আমি দুজনকে দেব। একজন মোল্লা, সুদখোর ইউনূস। আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যাহা ইউনূস, তাহাই মমতা!’