নিউজ ডেস্ক ::যারা শিক্ষকতা পেশায় যেতে চান, তাদের জন্য বিরাট সুযোগ। পাশের রাজ্য ওড়িশা নিয়োগ করতে চলেছে সাড়ে সাত হাজার শিক্ষক। বিজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। মোট ৭৫৪০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (Teacher Recruitment 2025) করা হবে। যার মধ্যে ২৪৮৭ টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী টিজিটি আর্টসে জন্য ১৯৭০টি, টিজিটি পিসিএমের ১৪১৯টি পদ, হিন্দির জন্য ১৩৫২টি, টিজিটি বিজ্ঞানের ১২০৫ টি পদ, পিইটির ৮৪১ টি পদ, সংস্কৃতের ৭২৩ টি, তেলেগু ৬টি এবং উর্দু’র জন্য ২৪টি পদের জন্য পূরণ করা হবে। এই শূন্যপদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। Odisha Staff Selection Commission -এর ওয়েবসাইটেই এই বিষয়ে জানা যাবে।
- যোগ্যতা এবং বয়স –
নুন্যতম ২১ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (Teacher Recruitment 2025) করা যাবে। সর্বোচ্চ ৩৮ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট যে বিষয়ে আবেদন করবেন আবেদনকারী তা নিয়ে বিস্তারিত পড়াশোনা থাকতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানুন।
- কীভাবে নিয়োগ –
এই শূন্যপদের জন্য নিয়োগের প্রথমে প্রিলিমস পরীক্ষা (Teacher Recruitment 2025) দিতে হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ধাপে ধাপে হবে এই নিয়োগ।