নিউজ ডেস্ক ::শীতের আমেজ ভালোই অনুভূত হচ্ছে। আরও কিছুদিন এমন অবস্থা থাকবে। তবে এর মধ্যে বৃষ্টির একটা পূর্বাভাস আছে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) কি ভিজবে? কি জানাচ্ছে হাওয়া অফিস? রইল সম্পূর্ণ পূর্বাভাস। কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গেও। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমানে ভোর এবং সকালের দিকে কুয়াশা থাকবে। রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে।
অন্যদিকে উত্তরের একাধিক জেলা দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। সকালের দিকে মাঝারি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে।
আগামীকাল ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এরপর ১৩ তারিখ উত্তরে বৃষ্টির পূর্বাভাস।