নিউজ ডেস্ক ::বৃহস্পতিবার শেষ হয়েছে দুই পক্ষের সওয়াল-জবাব। এবার আদালত রায় ঘোষণা করবেন। গত ৯ অগস্টের একটি ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য তথা দেশ। স্বাস্থ্য ব্যবস্থার খোলনোলচে বদলে যায়। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন ওঠে সার্বিক নিরাপত্তা নিয়ে। সেই মামলায় এবার রায় ঘোষণা করবে নিম্ন আদালত। তবে তিলোত্তমার মা ও বাবা এখনও মনে করেন অভিযুক্ত সঞ্জয় রাই ছাড়াও আরো একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তাদের খুঁজে বের করার জন্য তাঁরা আবার আদালতের কাছে আবেদন করেছেন।
বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তিলোত্তমার বাবা-মাও বিচার চেয়ে পৃথকভাবে আবেদন জানান। এদিন তাঁদের বক্তব্যও শোনা হয় আদালতে। আদালতে রুদ্ধদ্বার কক্ষে চলছিল শুনানি।এবার রায় ঘোষণা করবে আদালত। আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এবার শিয়ালদহ আদালত সেই মূল মামলায় রায় ঘোষণা করবে। ঘটনার ৫ মাস ৯ দিন পর এই রায় ঘোষণা করা হচ্ছে। রায় ঘোষণাতেই স্পষ্ট হবে, কে আসল দোষী? এখন দেখার আদালত কোন রায় ঘোষণা করে। তবে CBI ও তিলোত্তমার মা ও বাবা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।