নিউজ ডেস্ক ::আর জি কর কান্ড থেকে অন্যান্য হসপিটালগুলো আদৌ কি কোনো শিক্ষা নিয়েছে? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে তলানিতে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ভয়ঙ্কর অভিযোগ উঠলো মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। স্যালাইনে বিভ্রাট! সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ একের পর এক প্রসূতি। উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। আজ, শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয়। আত্মীয়দের অভিযোগ, স্যালাইনেই কোনও সমস্যা ছিল। কেউ বলছেন, ছত্রাক ছিল স্যালাইনের ভিতরেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নীরবতা পালন করছেন। আর সন্দেহ ওখানেই।
এর আগে কলকাতার একাধিক হসপিটালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মেয়াদ উত্তীর্ন স্যালাইন ব্যবহারের। তার সঙ্গে রয়েছে দুর্নীতি। কয়েকদিন আগে কর্নাটকেও স্যালাইনের কারণে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এবার মেদিনীপুর। আপাতত মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হচ্ছে। রিপোর্ট না এলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্যালাইনের সমস্যার কারণেই মৃত্যু হয়। প্রশ্ন উঠছে, এ ঘটনার দায় নেবে কে? সরকার তো আগের মতো এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়াবে। কিন্তু প্রাণ গেলো এক মায়ের ও আরও অনেকে গভীর সংকটে।