কলকাতায় আবার বেপরোয়া মিনিবাস – মৃত্যু একজনের

নিউজ ডেস্ক ::কয়েকদিন আগেই নবান্ন সভা থেকে পরিবহন মন্ত্রীকে তিরস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেছিলেন যে পরিবহন মন্ত্রী কোনো কাজ করছেন না। যদিও পরিবহন দপ্তর বাস নিয়ন্ত্রনে অনেক আইন করেছে। কিন্তু তাতে যে কিছুই হচ্ছে না তা আবার প্রমাণ হলো। বেপরোয়া মিনি বাসের ধাক্কা বড় বাজারে মৃত্যু হল এক মহিলার। গুরুতরভাবে জখম হয়েছেন আরও চার পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সত্যনারায়ন পার্কের কাছে পরপর চার পথচারীকে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বড় বাজার থানার পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আটক ঘাতক বাসের চালক ও খালাসি। নাগরিক মহলের প্রশ্ন, আর কতদিন এইভাবে চলতে পারে?

গুরুতর আহত এক মহিলা জানিয়েছেন, বড় বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলেন। কিন্তু, রাস্তাতেই যে এই ঘটনা ঘটে যাবে ভাবতে পারেননি। তাঁর নাকে, মুখে ও হাতে গুরুতর চোট লেগেছে। তাঁর কথায়, বাসটা সত্যনারায়ন পার্কের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারতে শুরু করে। ঘটনায় মৃত্যু হয়েছে নাজু বিবি নামে বছর ষাটের এক মহিলার। যদিও ঘটনার পর দেহে প্রাণ থাকলেও হাসপাতালে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বাড়ি হাওড়ার সাঁকরাইলে। আহত হয়েছেন বছর পঞ্চাশের কমলা দেবী। বাড়ি লেকটাউন। আহতদের তালিকায় রয়েছেন বছর ষাটের রমলা দেবীও। আহত হয়েছেন লিলুয়ার নিশা মেহতা (৬৩), নিকিতা কেজরিওয়াল (৩১)। এদিকে ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য ওই এলাকায় ব্যাপক যানজটও দেখতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *