কুনালের ধমকে অভিনেত্রী দেবলীনার সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক ::শেষ পর্যন্ত অভিষেককে হার মানতে হলো কুনাল ঘোষের কাছে। আর জি কর কাণ্ডে যে শিল্পীরা রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন, তাদের বয়কট করার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। তাই কোনো শিল্পীর অনুষ্ঠান বাতিল করা চলবে না। কিন্তু বাস্তবে জয় হলো কুনাল ঘোষের।

বৃহস্পতিবার অর জি কর আন্দোলনের ৫ মাস পূর্ণ হয়েছে। শ্যামবাজারে সেই প্রতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী দেবলীনা। তিনি জানান, এই শীতকালে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে শিল্পীদের আমন্ত্রণ করা হয়। কিন্তু এ বছর দেবলীনার সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পর বিভিন্ন আন্দোলনে দেবলীনাকে দেখা গিয়েছে। এমনকী কোনও অনুষ্ঠানে গেলেও দেবলীনার পোশাকে লাগানো থাকে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাজ।

দেবলীনা জানান, শিল্পীর স্বাধীনতায় এরা বিশ্বাস করে না। সকলকেই মুখ বুজে এদের সমর্থন করে যেতে হবে – যা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। তিনি বলেন, “আমাদের ভাতে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমিও সেই তালিকায় আছি। পশ্চিমবঙ্গের শৈল্পিক সত্ত্বাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে।” তিনি জানান, চলতি সিজনে গোটা বাংলায় তাঁর যতগুলো অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, সবকটা ক্যানসেল করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে তার কাছে প্রমাণ আছে যে কিভাবে চাপ দিয়ে শিল্পীদের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। এর পরে তিনি বলেন, অর্গানাইজাররা তাঁকে মেসেজে লিখেছেন, ‘দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না। ক্ষমা করবেন।’ নাগরিক মহলের প্রশ্ন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি কি শুধুই কথার কথা। অভিষেককে কি হার মানতে হলো কুনালের কাছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *