নিউজ ডেস্ক ::এর আগেও ট্রাম্প একই দাবি করেছিলেন। আর কানাডা সরকার তা অস্বীকার করে। এবার জাস্টিন ট্রাডো পদত্যাগ করার সঙ্গে সঙ্গে আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবিতে আবার ফিরে গেলেন। বুধবার (৮ জানুয়ারি), সোশ্যাল মিডিয়ায় আমেরিকার একটি মানচিত্র পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ‘প্রেসিডেন্ট-নির্বাচিত’র পোস্ট করা মানচিত্রে দেখা যাচ্ছে, ৫০টির বদলে ৫১টি প্রদেশ। নবতম প্রদেশটি হল কানাডা। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছিল শান্তির দূত হিসেবে। নিজস্ব কায়দায় তিনি চেষ্টা করেছিলেন ইজ়রায়েল-প্যালেস্তাইন, উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্ব মেটাতে। তবে দ্বিতীয় মেয়াদে, অনেকটা চিনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের মতো, সম্প্রসারণবাদী ভূমিকায় দেখা যেতে পারে ট্রাম্পকে। ২০২৪-এর নভেম্বরে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি এক বৃহত্তর সম্প্রসারণবাদী অ্যাজেন্ডার প্রচার শুরু করেছেন। অর্থনৈতিক শক্তি ব্যবহার করে কানাডাকে ৫১তম মার্কিন প্রদেশে পরিণত করার পাশাপাশি, সামরিক পদক্ষেপে পানামা খাল এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকি দিয়েছেন তিনি।�
পানামা খেলে চিনের আধিপত্য বন্ধ করতে ট্রাম্প বদ্ধপরিকর। অন্যদিকে ইতিমধ্যে গ্রিন্ডল্যান্ডকে নিজেদের বলেও দাবি শুরু করেছেন ট্রাম্প। তিনি আমেরিকাকে আরও বেশি সম্প্রসারণ করতে চাইছেন। মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, কানাডাকে মার্কিন প্রদেশে পরিণত করার জন্য তিনি সামরিক পদক্ষেপ করবেন না। বদলে অর্থনৈতিক দিক থেকে চাপ দেবেন। তিনি বলেছেন, এর ফলে ‘কৃত্রিমভাবে টানা’ আমেরিকা-কানাডা সীমান্ত থেকে পরিত্রাণ পাওয়া যাবে।