নিউজ ডেস্ক ::ভারতের প্রধানমন্ত্রী লোকসভা ভোটের আগে বলেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।” তিনি ঘুরিয়ে বলেছিলেন, তিনি ঈশ্বরের অবতার। তখন তা নিয়ে বিতর্ক হয়েছিল প্রচুর।
আবার সেই বিতর্ক সামনে চলে আসলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শিল্পপতির পডকাস্টে অতিথি হিসাবে অংশ নিয়েছেন। জেরোধা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের ওই পডকাস্টের প্রাথমিক ঝলক প্রকাশ্যে এসেছে। সেই পডকাস্টেই কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই।” মোদি বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা ভাষণ অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।” তবে তিনি কোন বক্তব্যর প্রেক্ষিতে এই কথা বলেছেন তা স্পষ্ট নয়। তবে তাঁকে কংগ্রেস-সহ বিরোধীরা ‘নন বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছেন।