নিউজ ডেস্ক ::মেদিনীপুরে এক পোষা কাকাতুয়ার জন্য প্রাণ গেলো ৩৫ বছরের এক যুবকের। এই মর্মান্তিক ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামে। মৃৃতের নাম শ্রীরাম রুইদাস। শ্রীরামের শখ ছিল পাখি পোষার। তাই কিছুদিন আগে কলকাতা থাকে একজোড়া কাকাতুয়া কিনে নিয়ে যান বাড়িতে। খাঁচা বন্ধ ছিল পাখি দুটি। তারপরেই ঘটে বিভ্রাট।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে একটি কাকাতুয়া খাঁচা থেকে বেরিয়ে ওড়ার চেষ্টা করে। বাড়ির সামনেই পুকুর। কাকাতুয়াটি উড়তে না পারায় বাড়ির সামনেই পুকুরে পড়ে যায়। সম্ভবত সেটা দেখতে পেয়েই ছুটে আসেন শ্রীরাম। কিছু না ভেবে জলে ঝাঁপ দেন। কাকাতুয়াটিকে ধরতে আপ্রাণ চেষ্টা করেন। পুকুর থেকে কাকাতুয়াকে তুলতে গিয়ে জলে ডুবে যান শ্রীরাম। সেখানে কেউ না থাকায় তাকে উদ্ধারের চেষ্টা কেউ করে নি। পরে বাড়ির লোকেরা চারিদিকে তার খোঁজ করেন। সেই সময় পুকুরে তার দেহ ভেসে ওঠে। তখনই দেখা যায় ওই কাকাতুয়াও আছে সেই জলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোণা থানার পুলিশ।