মৌসম ভবনের ১৫০ বছর পূর্তি – আমন্ত্রনে সারা দিলো না বাংলাদেশ

নিউজ ডেস্ক ::নয় নয় করে ১৫০ বছর হয়ে গেলো ভারতীয় আবহাওয়া দপ্তরের বয়স। সেই উপলক্ষেই মৌসম ভবন – ‘অবিভক্ত ভারত’ নামে এক সেমিনারের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে পাকিস্তান আসবে বলে জানালেও সারা দেয় নি বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, সেসব দূরে সরিয়ে এই প্রথম এহেন উদ্যোগ নিল ভারত সরকার। উপমহাদেশের সব দেশগুলির সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই এমন উদ্যোগ কেন্দ্রের।
সূত্রের খবর, পাকিস্তান ও বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গিয়েছে ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মলদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের কাছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে আমন্ত্রণ। মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেমিনারে। পাকিস্তান সহ একাধিক দেশ ওই আমন্ত্রনে সারা দিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো উত্তর দেয় নি।

একদা অবিভক্ত ভারতের (Undivided India) অংশ সমস্ত দেশের প্রতিনিধিদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আবহাওয়া দফতরের এক কর্তা। এদিকে, আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক। ১৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষ মুদ্রা প্রকাশ করতে চলেছে তারা। আইএমডির ১৫০ বছরে ১৫০ টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করবে নির্মলা সীতারামনের মন্ত্রক। প্রসঙ্গত ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ভারতীয় আবহাওয়া দফতরের পথ চলা শুরু। যদিও তার অনেক আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হত। প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি অবশ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে প্রতিষ্ঠা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *